ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে পথশিশু দিবস উপলক্ষে সুবিধাবন্ঞিত শিশুদের মাঝে খাবার বিতরন করেছে অভিযাত্রিক ব্লাড ব্যাংক।
আজ ২রা অক্টোবর শুক্রবার বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্কে সকাল ১১ঘটিকায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবন্ঞিত শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরন করে।
উক্ত কার্যক্রমে উপস্হিত ছিলেন শহিদুল ইসলাম(উপদেষ্টা),মিঠুন হালদার (বিশেষ অতিথি)
শাহাদাত হোসেন(উপদেষ্টা),ইমরান গাজী (উপদেষ্টা) স্বরুপ কাঠি শাখা, ইসরাত জাহান বিথী (সহ-পরিচালক),
রাইসুল ইসলাম রানা(ইভেন্ট পরিচালক ও পরিচালক স্বরুপ কাঠি শাখা) সাইফুল ইসলাম জীবন সহ আরও অনেকেই উপস্থিত ছিল অভিযাত্রিক ব্লাড ব্যাংক বরিশাল শাখার সদস্য বৃন্দ।
উল্লেখ্য অভিযাত্রিক ব্লাড ব্যাংক ১৬ জেলায় রক্তদাতাদের নিয়ে কাজ করছে এবং নিয়মিতভাবে রক্তদান করে থাকে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST