ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে শুক্রবার পালিত হয়েছে- ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি অফিসের সুগন্ধা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহউদ্দিন আহমেদ সালেক ও সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম তালুকদার; মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক মোঃ আলতাফ হোসেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উপব্যবস্থাপক শাফাউল করিম, প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু এবং উদ্যোক্তা রাসেদ খান, মোস্তাফিজুর রহমান, বাবুল দত্ত ও তিথী রায় আলোচনায় অংশ নেন।বক্তারা রূপকল্প-২০২১ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ বাস্তবায়নে সকল অর্থনৈতিক সেক্টরে উৎপাদনশীলতা বাড়িয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সঞ্চালনায় ছিলেন-সহকারী কমিশনার উম্মে কুলসুম রুবি। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, মিডিয়া প্রতিনিধি, এনজিও কর্মকর্তা ও উদ্যোক্তাসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST