ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
বিশেষ প্রতিনিধিঃ প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর করার লক্ষ্যে ০২ অক্টোবর (শুক্রবার) বরিশাল নগরীর কলেজ রোতে ফায়ারফ্লাই ইনফোটেক লিমিটেড এর আয়োজনে এক উদ্যোক্তা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইনফোটেক লিঃ এর ‘প্রতিভা’ প্রকল্পের মুখপাত্র জিল্লুর রহমান জানান, প্রতিবন্ধী ব্যক্তিরা পরিবার ও সমাজের বোঝা নয়। তাদের মানুষিক, পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে আমরা এই প্রকল্পটির যাত্রা শুরু করেছি। সমাজের সুবিধা বঞ্চিত, শারীরিক বিকলাঙ্গ ও প্রতিবন্ধী মানুষদের নিয়ে আমরা কাজ করার লক্ষ্যে প্রতিভা নামক প্রকল্পের মাধ্যমে আগামী ২০২২ সালের মধ্যে দেশের সবগুলো উপজেলায় ” প্রতিভা শপ ” চালু এবং প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোগী সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিবর্গরাই
এই শপের মালিক থাকবেন। ২০২৪ সালের মধ্যে দেশের অন্যতম সেরা ব্রান্ড হিসেবে পরিচিতি লাভ, ২০২৮ সালের মধ্যে দেশের সকল ইউনিয়নে চেইনশপ চালু করাই আমাদের উদ্দেশ্য।
প্রতিভা কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরিফ মেমোরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. নজরুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফায়ারফ্লাই ইনফোটেক লিঃ এর উপদেষ্টা হুমায়ুন বিন সিরাজ। প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও প্রতিভা শপের উপর তিনি আলোচনা করেন। এছাড়া প্রতিভা শপের পণ্য সামগ্রী সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর সোহেল, কর্পোরেট এক্সিকিউটিভ কে এম রুবেল, এক্সিকিউটিভ অফিসার, মোঃ মেহেদী হাসান।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক নেতা ও সমাজ সেবক প্রভাষক আমিনুর রহমান শামীম, ইউনিভার্সাল নেটওয়ার্ক এর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম, ফয়জুর রহমান কিশোর, মনিরুজ্জামান কবির প্রমূখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST