ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
রাজশাহী ব্যুরো : রাজশাহীর গোদাগাড়ীতে স্ত্রীকে এসিড দিয়ে মুখ ঝলসে দেয়া স্বামীকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫। আটক ব্যক্তি গোদাগাড়ী উপজেলার কোমরপুর রানীনগর গ্রামের রফিকুলের ছেলে মুরাদ হোসেন (২৫)। ৩ অক্টোবর রাত পৌনে ৩টায় গোদাগাড়ী উপজেলার চর আষারিয়াদহ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব।
র্যাব জানায়, স্ত্রী এসিডে ঝলসে দেয়া মুরাদ ঘটনার পর গা ঢাকা দেয়। সে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষারিয়াদহ এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর স্ত্রীকে এসিড হামলা মামলার একমাত্র আসামী মুরাদ হোসেনকে আটক করে র্যাব। গ্রেফতারকৃত আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST