ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবারও মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। উক্ত অভিযোগে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকায় অবস্থিত মারকাযুল কোরআন কওমী মাদরাসা ও লিল্লাহ বোডিংয়ের শিক্ষক শহিদুল্লাহ (৪৫)থকে রোববার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেও ঐ শিক্ষক কর্তিক একই মাদরাসার আরও ছাত্র বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
বলাৎকারের শিকার ১১ বছরের ঐ মাদরাসা ছাত্রের পরিবার জানায়, গত ১৫ দিন ধরে ঘুমের ঔষধ খাইয়ে
মাদরাসার শিক্ষক শহিদুল্লাহ ছাত্রটিকে বলাৎকার করে আসছে। ব্যাথা কমাতে ছাত্রটিকে ব্যাথার
ঔষধও সেবন করায় ঐ শিক্ষক। ঐ ছাত্রটি মাদরাসা থেকে বাসায় চলে যেতে চাইলে তাকে ভয়-ভীতি
দেখায় ঐ শিক্ষক। পরে রোববার সুযোগ পেয়ে ঐ ছাত্র মাদরাসা থেকে পালিয়ে বাসায় গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়।
এলাকাবাসী জানায়, এর আগেও ঐ শিক্ষক এক ছাত্রকে বলাৎকার করে। পরে বিষয়টি মাদরাসা
প্রধানের সহায়তায় ধামাচাপা দেওয়া হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আলম জানান, অভিযুক্ত মাদ্রাসা
শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে (মামলা নং ০৬) দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST