ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও লক্ষীপুরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর আশেপাশে অভিযান চালিয়ে নারী ও পুরুষ দালালসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, উত্তরবঙ্গের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের লক্ষীপুর মোড়ে অবস্থিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধের দোকানকে কেন্দ্র করে অনেক দালাল কাজ করে। তারা বাইরে থেকে চিকিৎসা নিতে আসা লোকজনকে প্রতারণা করে কম টাকায় পরীক্ষা-নিরীক্ষা করে দেবে এমন কথা বলে তাদের নিম্নমানের ক্লিনিক ও ডায়াগনস্টিক এ নিয়ে যায়। অনেক সময় চিকিৎসকরা সেই রিপোর্ট দেখেন না এ কারণে পুনরায় তাদের রিপোর্ট করতে হয়।
এ অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু চিহ্নিত দালাল দিনের-পর-দিন ধরাছোঁয়ার বাইরে ছিল।
লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই মাহবুব বলেন, আজ সোমবার রামেক হাসপাতাল ও লক্ষীপুর এর আশেপাশের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিকের সামনে থেকে নারীসহ আরও ১৬ জনকে আটক করা হয়। তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে রাজপাড়া থানার ওসি তদন্ত মেহেদি হাসান বলেন, দালালি করার অভিযোগে রামেক হাসপাতালের বিভিন্ন ক্লিনিকের সামনে থেকে নারীসহ ১৬ জনকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST