রামেক হাসপাতাল থেকে নারীসহ ১৬ দালাল আটক

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

রামেক হাসপাতাল থেকে  নারীসহ ১৬ দালাল আটক

রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও লক্ষীপুরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর আশেপাশে অভিযান চালিয়ে নারী ও পুরুষ দালালসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, উত্তরবঙ্গের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের লক্ষীপুর মোড়ে অবস্থিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধের দোকানকে কেন্দ্র করে অনেক দালাল কাজ করে। তারা বাইরে থেকে চিকিৎসা নিতে আসা লোকজনকে প্রতারণা করে কম টাকায় পরীক্ষা-নিরীক্ষা করে দেবে এমন কথা বলে তাদের নিম্নমানের ক্লিনিক ও ডায়াগনস্টিক এ নিয়ে যায়। অনেক সময় চিকিৎসকরা সেই রিপোর্ট দেখেন না এ কারণে পুনরায় তাদের রিপোর্ট করতে হয়।

এ অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু চিহ্নিত দালাল দিনের-পর-দিন ধরাছোঁয়ার বাইরে ছিল।

লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই মাহবুব বলেন, আজ সোমবার রামেক হাসপাতাল ও লক্ষীপুর এর আশেপাশের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিকের সামনে থেকে নারীসহ আরও ১৬ জনকে আটক করা হয়। তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে রাজপাড়া থানার ওসি তদন্ত মেহেদি হাসান বলেন, দালালি করার অভিযোগে রামেক হাসপাতালের বিভিন্ন ক্লিনিকের সামনে থেকে নারীসহ ১৬ জনকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest