ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯
মোঃ হাসিম উদ্দিন দিনাজপুর প্রতিনিধি ঃ
দিনাজপুরের নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ২৫ বছর পূর্তি রজত জয়ন্তী অনুষ্ঠান উদযাপন এবং একাদশ শ্রেণির ছাত্রীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে ।
বুধবার সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে কলেজের ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে নবীন বরণ অনুষ্ঠানে মিলিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সানোয়ার হোসেন মন্ডল , একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সংগীতের মধ্য দিয়ে রাখি বন্ধনের মাধ্যমে বরণ করে নেয় ।
প্রধান অতিথি হিসেবে কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি । স্বাগতম শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেকুল ইসলাম, আমজাদ হোসেন, মোশারফ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগমসহ অনেকে ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST