নাটোরের বড়াইগ্রামে পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

নাটোরের বড়াইগ্রামে পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন

আবু মুসা নাটোর থেকে । নাটোরের বড়াইগ্রামে মুজিব বর্ষের ২০২০” যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের অংশ হিসেবে নাটোরের বনপাড়া পৌরসভার উদ্যোগে আজ বুধবার সকাল ১২টার দিকে পৌরসভা চত্বরে “পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর” কর্মসূচীর আওতায় পরিচ্ছন্ন কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বনপাড়া পৌর মেয়র কে.এম.জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ আসনের সংসদ ও জেলা আ’লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, নাটোর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ গোলাম রাব্বি ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ। আলোচনা শেষে বনপাড়া পৌর গেট থেকে বর্ণাঢ়্য শোভা যাত্রা শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর গেটে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিল উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ পৌরসভার সকল পরিচ্ছন্ন কর্মী।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest