ঢাকা ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার পাওতা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রাশেদ মল্লিক (২৬) ওই গ্রামের আনোয়ার মল্লিকের পুত্র।
নলছিটি থানার উপ পরিদর্শক রাসেল মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রাশেদ মল্লিককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিক্রির জন্য মজুদকৃত ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত রাশেদ দীর্ঘদিন ধরে কুলকাঠি এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলো। তাকে আটককের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে সম্পৃক্তার স্বিকার করছেন।এছাড়া স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ীর ব্যাপারে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পুলিশ তাদের আটকের জন্য অভিযান অব্যহত রেখেছে বলে তিনি আরো জানান।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন জানান, আটককৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST