ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯
শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি, এ প্রতিপাদ্য কে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভীমখালী ইউনিয়ন স্ব্যাস্থ্য পরিবার কল্যাণ ক্লিনিকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য। উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মহিনূর ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (সিসি) ডাক্তার ননী ভূষন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ সরকার। সভায় বক্তারা বলেন, কৈশোরবান্ধব সেবা কেন্দ্র থেকে কিশোর কিশোরীদের প্রযোজ্য ক্ষেত্রমতে বাল্য বিবাহ পরিহার, দেরিতে গর্ভধারণ, সহিংসতা প্রতিরোধ, পুষ্টি মান ও মানসিক স্বাস্থ্য সংরক্ষণ, পরিবার পরিকল্পনা বিষয়ে তথ্য ও পরামর্শ প্রতিটি পরিবারে পৌঁছে দিতে হবে। প্রতিটি কেন্দ্র থেকে যৌন ও ডজনন তন্ত্রের সংক্রমণের চিকিৎসা, মাসিক সংক্রান্ত সমস্যা, রক্ত স্বল্পতার চিকিৎসা, আয়রন ফলিক এসিড ট্যাবলেট বিতরণ, গর্ভ সংক্রান্ত সেবা, টিটি টিকা, সাধারণ রোগের চিকিৎসা, পরিবার পরিকল্পনা সক্ষম দম্পতিকে সেবা প্রদানে কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানান। পরিবার কল্যান কেন্দ্রে ১৭ জন মহিলাকে ইমপ্লান্ট করেন ডা. ননী ভূষন তালুকদার।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST