৪২ দিনের প্রচেষ্টায় কাশিম পুর থেকে নিখোঁজ হওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন এসআই বাবুল আহমেদ

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

৪২ দিনের প্রচেষ্টায় কাশিম পুর থেকে নিখোঁজ হওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন এসআই বাবুল আহমেদ

শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরো চীফ ঃ গাজীপুরের কাশিমপুর হতে হারিয়ে যাওয়া কিশোর কে ৪২ দিন পর দক্ষিন কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে কাশিম পুর থানা পুলিশ।

কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই/মোঃ বাবুল আহমেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গাজীপুর মহানগর কাশিমপুর থানার চক্রবর্তী মামুন নগর এলাকা হতে হারিয়ে যাওয়া শিশু মোঃ ইয়ামিন (১৪) কে ৪২ (বেয়াল্লিশ) দিন পর ঢাকা জেলা দক্ষিন কেরানীগঞ্জ সদর ঘাট এলাকা থেকে উদ্ধার করেন। কাশিমপুর থানায় দায়ের কৃত হারানো জিডি সূত্রে জানা যায়, মোঃ ইয়ামিন (১৪) গত ১লা নভেম্বর ২০১৯ খ্রিঃ বেলা ১১.০০টার দিকে দাওয়াত খাওয়ার কথা বলে বাড়ী হতে বের হয়ে নিখোঁজ হয়। শিশু ইয়ামিন চক্রবর্তী মামুন নগর সাকিনস্থ কফিলউদ্দিন মাদ্রাসায় পড়াশুনা করতো। পরবর্তীতে কাশিমপুর থানা পুলিশের প্রচেষ্টায় ১১ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ সকাল ০৮.টায় শিশু ইয়ামিন (১৪) কে উদ্ধার করা হয়।ইয়ামিন কে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সে গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন চক্রবর্তী মামুন নগর এলাকার মোঃ স্বপন সরদার এর ছেলে।
এক বিবৃতিতে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান বলেন,বিষয়টি স্পর্ষকাতর।ছেলেটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই বিষয়টি কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছি আমরা।

শিশু ইয়ামিন কে উদ্ধার কাজে দ্বায়িত্ব পালন কারী কাশিম পুর থানার এসআই বাবুল আহমেদ বলেন,শিশুটিকে উদ্ধার করতে দিনরাত পরিশ্রম করতে হয়েছে।বিভিন্ন তথ্য প্রযুক্তির ব্যবহার করেছি আমরা।ওসি স্যারও বিভিন্ন ভাবে দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা করেছান।দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে পৌঁছে দিতে পেরে ভালো লাগছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest