১৮৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

১৮৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবু রায়হান, জয়পুরহাটঃ
র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ পিপিএম-সেবা এর নেতৃত্বে নওগাঁ জেলার বদলগাছি থানাধীন চকজালাল এলাকায় মোটরসাইকেলে চলাচলকারী একদল মাদক ব্যবসায়ীকে ধাওয়া করাকালীন সময়ে আসামীগণ তাদের নিকট থাকা দেশীয় অস্ত্র কুড়াল, কাস্তে ও বাঁশের লাঠি ইত্যাদির দ্বারা দুইজন র‌্যাব সদস্যদের জখম করে পালানোর সময় উক্ত ঘটনাস্থল থেকে ১৮৪ বোতল ফেন্সিডিল, একটি মোটরসাইকেল, দেশীয় অস্ত্র একটি কুড়াল ও দেশীয় অস্ত্র কাস্তেসহ মাদক ব্যবসায়ী শাহীন আলম (২৮) কে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

পরবর্তীতে আহত দুইজন র‌্যাব সদস্যদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন বাদ মহিষগাড়ী এলাকার মোজাফ্ফর রহমানের ছেলে শাহীন আলম ও তার সঙ্গীয় সহযোগীরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে উক্ত মোটরসাইকেল এর মাধ্যমে নওগাঁ জেলাসহ দেশে বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে এবং ধৃত আসামী ও পলাতক আসামীগনের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest