বরিশালে ধর্ষণের প্রতিবাদে দক্ষিণ মহিলা দলের মানববন্ধন

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

বরিশালে ধর্ষণের প্রতিবাদে দক্ষিণ মহিলা দলের মানববন্ধন

ডেস্ক নিউজঃ দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষনের প্রতিবাদে শনিবার বরিশালে মানববন্ধন করেছে মহিলা দলের নেতাকর্মীরা। সকালে বরিশাল প্রেসক্লাবের সম্মুখে জেলা (দক্ষিন) মহিলাদলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী অধ্যাপিকা ফারহানা তিথি।

মানববন্ধন পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা (দক্ষিন) বিএনপির সভাপতি এবায়দুল হক চান। বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, দক্ষিন জেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি আফসুন নাহার বেগম, যুগ্ন সম্পাদক সুফিযঅ বেগম, হোসনে আরা বেগম, সাংগঠনিক সম্পাদক ইরানী হাওলাদার, দপ্তর সম্পাদক জয়নব বেগম প্রমূখ।

সমাবেশে বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তরা দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের জন্য সরকার ও প্রশাসনের গাফিলতিকে দায়ী করে সাম্প্রতিক ঘটনাগুলোর সুষ্ঠ বিচার দাবী করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest