বাংলাদেশের বিপক্ষে খেলতে রাজি নেপাল

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

বাংলাদেশের বিপক্ষে খেলতে রাজি নেপাল

করোনা ভাইরাসের কারণে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ধীরে ধীরে ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটসহ বেশ কিছু ক্রীড়া আসর আলোর মুখ দেখলেও এখন পর্যন্ত থমকেই আছে বাংলাদেশের ফুটবল। যদিও ঘরোয়া ক্রিকেট দিয়ে এরইমধ্যে মাঠে ফিরেছে ক্রিকেট। এমন অবস্থার মাঝে বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলানোর উদ্যোগ নিয়েছে ফিফা। এ জন্য দক্ষিণ এশিয়ার দুই দেশ নেপাল ও শ্রীলংকাকে প্রস্তাবও দিয়েছিল বাফুফে। শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে নেপাল।

শনিবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ম্যাচ দুটির নির্দিষ্ট সূচি এখনো ঠিক হয়নি। চলতি সপ্তাহের মধ্যেই কোয়ারেন্টিন, আইসোলেশনে থাকা অবস্থায় অনুশীলন, অনুশীলনের ভেন্যুসহ সব কিছু নিয়ে বিষদ আলোচনা করবে বাফুফে-এএনএফএ। দুই দিনের মধ্যে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প নিয়ে বিস্তারিত জানানো হবে বাফুফের পক্ষ থেকে।

আগামী নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের ম্যাচ দুটি হওয়ার কথা রয়েছে। নভেম্বরের ৭ থেকে ১৭ তারিখ পর্যন্ত ফিফা ফ্রেন্ডলি উইন্ডো আছে। এই সময়ের মধ্যে যেকোন দেশ সর্বোচ্চ দুটি ম্যাচ খেলতে পারবে। এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের জন্য নেপাল জাতীয় ফুটবল দলকে অনুশীলন শুরুর অনুমতি দিয়েছে দেশটির স্পোর্টস কাউন্সিল। তবে বাংলাদেশ কবে প্রস্তুতি শুরু করবে তা শিগগিরই চূড়ান্ত হবে বলে জানিয়েছে বাফুফে। সবশেষ জানুয়ারিতে মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় দল। ২৩ জানুয়ারি বুরুন্দির বিপক্ষে হেরে বঙ্গবন্ধু গোল্ড কাপ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটির ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে নামার কথা থাকলেও করোনার কারণে দুই দফা পিছিয়ে সেগুলো আগামী বছরে নেয়া হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest