রাণীশংকৈল পৌরবাসিকে শারদীয় দূর্গা -পূজার শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী শ্রাবণ

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

রাণীশংকৈল  পৌরবাসিকে  শারদীয় দূর্গা -পূজার শুভেচ্ছা জানিয়েছেন  কাউন্সিলর পদপ্রার্থী শ্রাবণ

কলিন চন্দ্র ইতু

ঠাকুরগাঁও প্রতিনিধি।

শরৎকাল, হিমেল হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া,
কাশফুল আর ঢাকের তালে
শিউলি দোলে ডালে-ডালে,
মা এসেছে বছর ঘুরে
পূজোর হাওয়া তাই জগৎ জুড়ে !!

তাই রাণীশংকৈল পৌরবাসী সহ উপজেলার সর্বস্তরের সাধারণ জনগনকে ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন রাণীশংকৈল পৌর ছাএলীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শ্রাবণ দেব সিং।
আজ ২৩ অক্টোবর (শুক্রবার) সাক্ষাৎকারের সময় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার।
বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে সব চেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গাপূজা।আর এই দুর্গাপূজাকে ঘিরে বাঙালির রয়েছে আবেগ, উচ্ছাস।শাস্ত্রমতে,পৃথিবীতে দেবী দুর্গার আগমন ঘটে অন্যায়,অত্যাচার,অশুভ শক্তির বিনাস আর শুভ শক্তির আবির্ভাব ঘটে এই দিনে।আর এই সময় প্রতিটি মানুষের মাঝে দুঃখ, কষ্ট, জীর্ণ দূরীভূত করে সুখ,শান্তি ও আনন্দ বয়ে আনে।
প্রতি বছরের ন্যায় এবারো সারা দেশে পূজা অনুষ্ঠিত হলেও এবার একটু ভিন্ন আঙ্গিকে হচ্ছে।সরকারি বিধি-নিষেধের কারণে এবার মন্দিরে আলো জ্বলবে, ঢাক বাজবে,শঙ্খ থাকবে,আরতি হবে তবে প্রতিযোগিতা হবে না,মাইক বাজবেনা,মেলা হবেনা। এবার শুধু
শাস্ত্র মতে পূজা উদযাপন হচ্ছে ।
পরিশেষে, তিনি আরো বলেন
ধর্মীয় রীতি নীতি মেনে সুন্দর ভাবে পূজা উদযাপিত হোক এটাই প্রত্যাশা করি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest