ঢাকা ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০
আলোকিত সময় | আন্তর্জাতিক ডেস্ক |
বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলমান যুদ্ধের মাঝেই সীমান্তে নিজেদের সেনা মোতায়েন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির ইসলামি বিপ্লবের গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থল বিভাগের মেকানাইজড ব্রিগেডকে অঞ্চলটিতে মোতায়েন করা হয়েছে।
আইআরজিসির পাঠানো বিবৃতির বরাতে সেপাহ নিউজ জানিয়েছে, রবিবার (২৫ অক্টোবর) এসব সেনা মোতায়েন করা হয়। প্রতিবেদনে বলা হয়, ইরানের খোদা আফারিন ও জুলফা এলাকায় ট্যাংক এবং অন্যান্য আর্টিলারি সরঞ্জামাদিসহ ইমামেজামান মেকানাইজড ব্রিগেড মোতায়েন করা হয়। উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা রক্ষার চিন্তা থেকেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST