হাজী সেলিমের ছেলে ইরফানের ব্যক্তিগত সহকারী দীপু গ্রেফতার

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

হাজী সেলিমের ছেলে ইরফানের ব্যক্তিগত সহকারী দীপু গ্রেফতার

আলোকিত সময়।। ঢাকা
নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের মামলায় ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলে ইরফানের ব্যক্তিগত সহকারী এবি সিদ্দিক দীপুকে (৪৫) টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার থেকে এমপি হাজী সেলিমের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ইরফানের বাসায় অভিযান চালায় র‌্যাব। ৮তলা ভবনের প্রতিটি ফ্লোরে অভিযান চলে। ইরফানের বাসা থেকে বেশ কিছু অবৈধ জিনিস উদ্ধার করে র‌্যাব। এর মধ্যে ছিল একটি আগ্নেয়াস্ত্র, যেটা অবৈধ। সেটির কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

এছাড়া ৫-৬ লিটার মদ ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাওয়া যায় বেশ কিছু বিয়ারের ক্যান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest