দুমকিতে লুথার‌্যান হেলথ কেয়ারের উদ্যেগে উৎসব পুনর্মিলনী ও প্রাক বড় দিন উৎসব পালিত

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

দুমকিতে লুথার‌্যান হেলথ কেয়ারের উদ্যেগে উৎসব পুনর্মিলনী ও প্রাক বড় দিন উৎসব পালিত

জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান লুথার‌্যান হেলথ কেয়ার (এলএইচসিবি) উদ্যেগে উৎসব পুনর্মিলনী, প্রাক বড় দিন পালিত হয়েছে ও চিলড্রেন স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ । গতকাল (১৩ ডিসেম্বর) শুক্রবার সকাল ১০ টায় লুথার‌্যান হেলথ কেয়ার ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লুথার‌্যান বোর্ড চেয়ারম্যান মি: সিলভাসটর হালদারের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চশিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. জাফর উল্লাহ, ছোট বিগাই ইউপি চেয়ারম্যান মো. আলতাফ হোসেন, বরিশাল ডায়সিস চার্চ অব বাংলাদেশ সৌরভ ফালিকা, জামলা দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাও: মো. আলমগীর হোসেন, শ্রী শ্রী রাধা মধাব মন্দিরের ঠাকুর দ্রুলব দাস ভ্রাম্মচারী প্রমুখ বক্তিতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী পরিচালক পিউস ছেড়াও। সভায় প্রধান অতিথি সর্ব প্রথম লুথার‌্যান হেলথ কেয়ার প্রাক বড়দিনের প্রার্থনায় অংশ গ্রহন করেন। তার বক্তব্যে তিনি বলেন যে, লুথার‌্যান হেলথ কেয়ার দক্ষিণ অঞ্চলের একটি নির্ভর যোগ্য হাসপাতাল এই হাসপাতালে দ্স্থু গরিব রোগীদের স্বপ্ল মূল্যে চিকিৎসা সেবা দিয়ে বিশেষ করে গর্ভবতী মায়েদের ও শিশুদের চিকিৎসা দিয়ে আসছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest