অপরাধির কোনো রেফারেন্স জানার প্রয়োজন নেই : বিএমপি পুলিশ কমিশনার

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

অপরাধির কোনো রেফারেন্স জানার প্রয়োজন নেই : বিএমপি পুলিশ কমিশনার

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন,

অপরাধির কোন রেফারেন্স জানার প্রয়োজন নেই ,জিরো টলারেন্স নীতিতে অটল থেকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুষ্ট আত্মা দমন করবে বিএমপি।

আজ ১৩ই ডিসেম্বর নগরীর বরিশাল কোতয়ালী মডেল থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পুলিশ কমিশনার বিএমপি আরও বলেন, “যাঁরা অপরাধ থেকে বেরিয়ে এসে সত্যি সত্যি ভালো হতে চায়, তাঁরা আসলেই ভালো মানুষ ;আমরা জনগণ সাথে নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়ে সুযোগ দিতে চাই।

পুলিশ কমিশনার উদ্দীপনামূলক বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ইতিমধ্যে অনেক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করার মাধ্যমে মাদক ব্যবসা থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল থানা) মোঃ রাসেল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মোঃ আঃ হালিম, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নরেশ কর্মকার, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest