গাইবান্ধায় সাওতাল হত্যার চার বছর পূর্তিতে নাটোরে আদিবাসীদের মানববন্ধন

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০

গাইবান্ধায় সাওতাল হত্যার চার বছর পূর্তিতে নাটোরে আদিবাসীদের মানববন্ধন

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাহেবগঞ্জ-বাগদা ফার্ম সাঁওতাল হত্যাকান্ডের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে সাওতাল হত্যার সুষ্ঠ তদন্ত করে বিচার ও জমি ফেরতের দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনটির নাটোর জেলা ও সদর উপজেলা শাখার যৌথ আয়োজনে শহরের কানাইখালি পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা ভাস্কর বাগচী, জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটি সভাপতি প্রদীপ লাকড়া, যুগ্ম সম্পাদক যাদু কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা, সহসভাপতি শংকর বাগদী, সদর উপজেলা সভাপতি বাবুল পাহান, সাধারণ সম্পাদক শ্যামলাল তেলী প্রমুখ।

এসময় সাহেবগঞ্জ-বাগদাফর্মের সাওতাল হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচার এবং সাঁওতালদের কাছে তাদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা।

 


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest