দিনাজপুরের খানসামা থানার উদ্যোগে বিনামূল্যে সব্জির চারা বিতরন

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০

দিনাজপুরের খানসামা থানার উদ্যোগে বিনামূল্যে সব্জির চারা বিতরন

চৌধুরী নুপুর নাহার তাজ,বিশেষ প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির সবজির চারা বিতরণ করা হয়েছে।

খানসামা থানা পুলিশের উদ্যোগে শুক্রবার জুম্মার নামাজের পর খানসামা থানা চত্বরে এসব চারা বিতরণ করা হয়।

খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন বলেন, খানসামা থানায় পবিত্র জুম্মার নামাজ শেষে খানসামা থানা পুলিশের পক্ষ থেকে মুসল্লীদের মধ্যে উন্নত জাতের কপি, মরিচ, সবুজ কপি, বেগুন ইত্যাদি জাতীয় চারা বিতরণ করা হয়।

বীজ পেয়ে মুসল্লীরা জানান, বিনামূল্যে উন্নত মানের সবজির চারা পেয়েছি। সরকার আমাদের মত মানুষের কথা ভেবে এমন প্রণোদনা দিয়ে আবারও প্রমাণ করল বর্তমান সরকার ‍কৃষক ও কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রীর এই প্রণোদনা আমাদের কষ্টের অনেকটা লাঘব করবে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান তারা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest