হাকিমপুরে ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯

হাকিমপুরে ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মোঃ লুৎফর রহমান হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ১শ ৯৮ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়া এলাকার গোবিন্দপুর গ্রামের আজাহার আলীর ছেলে সাইদুল ইসলাম (৪৫) এবং দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত সিদ্দিক মন্ডলের ছেলে সিপন মন্ডল (৩৫)। হাকিমপুর অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়া ও দক্ষিণ বাসুদেবপুর এলাকায় আলাদা আলাদা অভিযান পরিচালনা করে ১শ ৯৮ বোতল ফেন্সিডিল সহ দুই জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরপূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest