ডিসিশন ডেস্ক বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করল

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

ডিসিশন ডেস্ক বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করল

আলোকিত সময় |আন্তর্জাতিক ডেস্ক |

হোয়াইট হাউস জয়ের খুব কাছাকাছি রয়েছেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। শুক্রবার (০৬ নভেম্বর) ভোট গণনা শেষে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর কয়েকটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে আরও এগিয়ে যান তিনি।
বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করল ডিসিশন ডেস্ক।

হোয়াইট হাউস জয়ের খুব কাছাকাছি রয়েছেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। শুক্রবার (০৬ নভেম্বর) ভোট গণনা শেষে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর কয়েকটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে আরও এগিয়ে যান তিনি। বিভিন্ন রাজ্যে নির্বাচনকর্মীরা ভোট গণনা করছেন। প্রায় সব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এগিয়ে থাকলেও এখনও পর্যন্ত কোনো গণমাধ্যম বা নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান বাইডেনকে জয়ী ঘোষণা করেনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের খুব কাছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলো যেগুলোকে ‘ব্যাটলগ্রাউন্ড বা যুদ্ধক্ষেত্র’ হিসেবে বর্ণনা করা হচ্ছে, সেগুলোতে লালকে পেছনে ফেলে নীলের আধিপত্য বিস্তার একরকম বলেই দিচ্ছিল হোয়াইট হাউস জয়ে বাইডেন সফল। এরপরও টেলিভিশন নেটওয়ার্ক বা সংবাদমাধ্যমগুলো তাকে বিজয়ী বলেনি। কিছু রাজ্যে ভোটগণনা অব্যাহত রয়েছে উল্লেখ করেছে। কিন্তু মার্কিন তথ্য ও ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক তা করেনি। গোটা জাতি তথা গোটা বিশ্বের মানুষ যে দিকে তাকিয়ে আছে এবার, সেই উত্তর দিয়ে দিয়েছে এ ঘোষণাতেই। নির্বাচন বিষয়ে পূর্বাভাস সরবরাহকারী প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো জো বাইডেনকেই দেশের ৪৬তম প্রেসিডেন্ট ঘোষাণা করেছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest