নির্বাচনের ফলাফল মেনে নিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তারই জামাতা

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

নির্বাচনের ফলাফল মেনে নিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তারই জামাতা

আন্তর্জাতিক ডেস্কঃ নির্বাচনের ফলাফল মেনে নিতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তারই জামাতা জারেড কুশনার।

রোববার (৮ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ কথা জানানো হয়।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নিতে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন জামাতা জারেড কুশনার।

জারেড কুশনার ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার স্বামী। ইভাঙ্কা ও জারেড দুইজনই ট্রাম্পের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের জয় মানতে রাজি নন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


দুই জনের মধ্যে কিংবা তাদের প্রতিনিধির মধ্যে কোনো কথাও হয়নি বলে জানিয়েছে সিএনএন।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।শনিবার (৭ নভেম্বর) জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest