ঢাকা ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯
রবিউল ইসলাম, রংপুর প্রতিনিধি:- রংপুর পীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ যথাযথ মর্যাদার সাথে পালন করে। এ উপলক্ষে সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা (অর্ধনমিত)এবং কালোপতাকা উত্তলোনের পর পীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুর ররহমান রাঙ্গার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এ.এস.এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় বক্তাব্য রাখেন আ’লীগ নেতা শাহিদুল ইসলাম পিন্টু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাদিদ জাহান সৈকত।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST