ঢাকা ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির মুক্তচিন্তার সেচ্ছাসেবী সংগঠন ৭১’র চেতনা পালন করলো শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর শনিবার বিকেলে স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ দু’জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়। এছাড়াও আলোচনা সভা ও স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রঘুনাথ এবং বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহাকে সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা স্বারক, সম্মাননা সনদ দেয়া হয়। একই সাথে দুজনকেই উত্তরীয় পড়িয়ে দেয়্ াহয়। ৭১’র চেতনা ঝালকাঠি জেলা শাখার সভাপতি গোপাল দে এর সঞ্চালনায় আলোচনায় অংশনেন সংগঠনটির সহ সভাপতি দিবস তালুকদার, গোলাম সাইদ খান, সাংবাদিক আতিকুল ইসলাম প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST