দাকোপের ৫ ইউনিয়নের মানুষ বাজুয়ায় হাসপাতাল চায়

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০

দাকোপের ৫ ইউনিয়নের মানুষ বাজুয়ায় হাসপাতাল চায়

গোলাম মোস্তফা খান,খুলনা।

খুলনার দাকোপ উপজেরাধীন বাজুয়া দাকোপের ২য় গুরুত্তপূর্ণ সদর ও শহর এলাকা। নানা কারনে দেশব্যাপি মানুষ বাজুয়াকে এখন চেনে জানে। তরমুজের কারনে আরও বেশি বিখ্যাত হয়ে উঠেছে আমাদের বাজুয়া।দাকোপ সদরে কলেজ হওয়ার অনেক আগেই এখানে ডিগ্রি কলেজ, সরকারি মহিলা কলেজ,বালিকা বিদ্যালয়,শতবছরের পুরানো ঐতিয্যবাহি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হওয়ায় লেখাপড়ার দিক থেকেও সদরের থেকে বাজুয়া অঞ্চলের মানুষ শিক্ষা, সাংস্কৃতির দিক থেকে অনেক এগিয়ে। বাজুয়াকে পৃথক একটি (থানা) উপজেলা,একটি হাসপাতালের দাবী দীর্ঘকালের হলেও এখনও সেটা বাস্তবায়ন হচ্ছে না। যদিও পৃথক থানা গঠনের জন্য সেই ৭৮/৭৯ সালে জাগিয়া,জমি বরাদ্দ হয়ে আছে। দেশ যখন এতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন বাজুয়া এলাকার ৫ টিকে ইউনিয়নের লক্ষাধীক মানুষের প্রাণের দাবী বাজুয়া সদরে আগে অন্তত্ত একটি হাসপাতাল নির্মিত হোক। কারন সুন্দরবনের কাছাকাছি এতো দুর থেকে জরুরী রোগিদের চালনা সদরে নিতে নিতে অনেক সময় মারাও যায় এমন ঘটনা অনেকবার ঘটেছে। তাই দা’কোপ তথা বাজুয়ার ৫ ইউনিয়নবাসির আমাদের  জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাণের দাবী বাজুয়ায় আপাতত সত্তর একটি হাসপাতাল নির্মিত হোক।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest