আপনার একটু সাহায্য, হতে পারে তার বেঁচে থাকার সম্বল

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

আপনার একটু সাহায্য, হতে পারে তার বেঁচে থাকার সম্বল

এসএম স্বপন(যশোর)অফিসঃ রবিউল ইসলাম (৪০)। ঝিকরগাছা পৌর এলাকার পুরন্দরপুর নীচের পাড়া গ্রামের বাসিন্দা।
ছিলেন পেশায় একজন কৃষক। পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলেন রবিউল ইসলাম নিজেই। কিন্তু আজ তিনি ভুগছেন
লিভার ক্যান্সারে। নিজেই আজ অন্যের সাহায্য প্রার্থী। খেটে খাওয়া পরিশ্রমী এই মানুষটার সংসারে রয়েছে ১২ বছরের এক মেয়ে এবং ১০ বছরের এক ছেলে। পরিবার এবং নিজ চিকিৎসার খরচ নিয়ে আজ তার মানবেতর জীবনযাপন।
নিজের ঔষধের খরচের টাকা জোগাড় তো দূরের কথা, সংসারে দুবেলা দুমুঠো খাবার তুলে দেবার মতও কোন সামর্থ তার নেই। তাই সকলের মুখাপেক্ষী হয়ে পথ চেয়ে বসে আসেন তিনি সাহায্যের জন্য।

কথা হয় রবিউলের স্ত্রী মঞ্জুয়ারার সাথে। তিনি বলেন, তার স্বামী আজ ১ বছর যাবত লিভার ক্যান্সারে আক্রান্ত। ৩-৪ মাস হলো হাঁটা চলাও করতে পারেন না। সংসারের একমাত্র উপার্জনকারী আজ অসুস্থ হয়ে বিছানাগত। ছেলেমেয়ে নিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। সেখানে স্বামীর চিকিৎসা করাবো কিভাবে? আর এই দুঃসময়ে কেউ তাদের পাশেও এগিয়ে আসেনি।
তাই তিনি সমাজের দানশীল ব্যক্তিদের কাছে নিজের স্বামীর চিকিৎসার জন্য সহযোগিতার আহবান জানান।

যদি কোন দয়াবান ব্যক্তি রবিউলকে সাহায্য করতে চান, তাহলে তার স্ত্রীর বিকাশ নং- ০১৯২০৩৪৭৮৪৯।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest