নাটোরে অভিযান মাস্ক না পরায় ৬ জনের জেল ও ৮ জনের ২৫০০ টাকা অর্থদণ্ড

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

নাটোরে অভিযান মাস্ক না পরায় ৬ জনের জেল ও ৮ জনের ২৫০০ টাকা অর্থদণ্ড

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি। নাটোরে মাস্ক না পড়ায় ৬ জনকে ২দিন করে বিনাশ্রম কারাদন্ড ও একই সাথে আরও ৮ জনকে জরিমানা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) শহর এলাকায় এসব কারাদন্ড ও জরিমানা করা হয়। জেলা প্রশাসন সুত্রে জানা যায়, বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতকরণে রোববার নাটোর শহরে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে পরিচালিত কোর্টে পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ অনুযায়ী ৫ টি মামলায় ৮ জনকে সর্বমোট ২৫০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। এছাড়া ১টি মামলায় ৬ জনকে ২ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার সহ জনবহুল স্থানে মাস্ক পরিধান নিশ্চিত করতে কঠোর অভিযান অব্যাহত থাকবে। ইতিপুর্বে সচেতনতামুলক প্রচার অভিযান চালানো হয়েছে। ওই প্রচার অভিযানে বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতকরণে রোববার থেকে নাটোরে মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে ঘোষনা করা হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest