বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে নবান্ন উৎসব ১৪২৭ অনুষ্ঠিত।

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে নবান্ন উৎসব ১৪২৭ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে মিশে আছে। বাংলাদেশ ধানের দেশ-গানের দেশ-পাখির দেশ। তাই অগ্রহায়ণে ধান কাটার উৎসব গ্রামবাংলা তথা বাঙালির প্রাচীন ঐতিহ্য। পহেলা অগ্রহায়ণ মানেই ছিল বাঙালি গেরস্থ বাড়িতে উৎসবের আমেজ। নতুন ধানের গন্ধে ম ম উঠান বাড়ি। আবহমান এই ঐতিহ্যকে ধরে রাখতে পহেলা অগ্রহায়ণ দিনটি নবান্ন উৎসব হিসেবে পালন করে আসছে এদেশের কৃষিতান্ত্রিক পরিবারগুলো।


১৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নবান্ন উৎস ১৪২৭। সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পত্নী মিসেস কেয়া পারভিন, পুলিশ সুপার বরিশাল মোঃ সাইফুল ইসলাম, উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল বৃন্দ, সাবেক অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল সম ইমানুল হাকিম, বিজ্ঞ আইনজীবী ও সংস্কৃতি জন এস এম ইকবাল, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, সংস্কৃতিজন সৈয়দ দুলাল, শিক্ষাবিদ অধ্যাপিকা শাহ সাজেদা, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, জেলা কালচারাল অফিসার বরিশাল হাসান রশিদ মাকসুদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, আভাসের নির্বাহী পরিচালকসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।


শুরুতে অতিথিরা নবান্নের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এসময় অনুষ্ঠানে নবান্নের বিভিন্ন পিঠা পুলির আয়োজনের পাশাপাশি মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest