লালপুরে কালী মন্দিরে ভারতীয় সহকারী হাই কমিশনার পরিদর্শন

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০

লালপুরে কালী মন্দিরে ভারতীয় সহকারী হাই কমিশনার পরিদর্শন

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী কালী মাতা মন্দিরে ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি’র পূজা অর্চনা, মন্দির পরিদর্শন ও আলোচনা সভায় অংশ গ্রহণ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী কালী মাতা মন্দিরে ভারতীয় সহকারী হাই কমিশনার মি: সঞ্জীব কুমার ভাট্টি পূজা অর্চনা করেন। এসময় তিনি মন্দির পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় মিলিত হন।

লালপুরে ঐতিহ্যবাহী কালী মাতা মন্দির কমিটির সভাপতি ডাক্তার মুকুল কুমার সাহার সভাপতিত্বে ও রাজশাহী বেতারের উপস্থাপক আব্দুর রোকন মাসুমের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারতীয় সহকারী হাই কমিশনার (রাজশাহী) মি: সঞ্জীব কুমার ভাটি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টির শ্রী তপন কুমার সেন, সাবেক সংসদ সদস্য এ্যাড আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নাটোর শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, মন্দির কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন সাহা প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest