মির্জাগঞ্জে সরকারি কর্মচারী ক্লাবের কমিটি গঠনঃ মিরাজুল ইসলাম সভাপতি,হালিম সিকদার সম্পাদক কামরুজ্জামান

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

মির্জাগঞ্জে সরকারি কর্মচারী ক্লাবের কমিটি গঠনঃ মিরাজুল ইসলাম সভাপতি,হালিম সিকদার সম্পাদক  কামরুজ্জামান

বাঁধন,মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত বুধবার (১১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মোঃ গোলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মো.শহিদুল ইসলাম,মো.জাকির হোসেন,মো.আ.হালিম সিকদার,মো.মিরাজুল ইসলাম,মো.জসিম উদ্দীন,মো.সুলতান মাহামুদ,মো.মনির হোসেন ও চিত্ত মালী প্রমূখ। আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ের অফিস সহকারী মোঃ মিরাজুল ইসলামকে সভাপতি,উপজেলা হিসাব রক্ষন অফিসের অডিটর মোঃ আলতাফ হোসেনকে সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আঃ হলিম সিকদারকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। উক্ত কার্যনির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন শনিবার এ কমিটি অনুমোদন দেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest