বাংলাদেশ মানবাধিকার কমিশন, পীরগঞ্জ উপজেলা শাখার বিজয় শুভেচ্ছা

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

বাংলাদেশ মানবাধিকার কমিশন, পীরগঞ্জ উপজেলা শাখার বিজয় শুভেচ্ছা

রবিউল ইসলাম রংপুর। আজ ৪৮তম মহান বিজয় দিবস, বীর বাঙালি অনন্য গৌরবের দিন ১৬ই ডিসেম্বর। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধ, ত্রিশ লাখ শহীদ, ২ লাখ মা-বোনের পবিত্র সম্ভ্রম, ১ কোটি বাঙালি শরণার্থীর দুঃসহ যাতনা আর নানা অবর্ণনীয় কষ্টের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয় চূড়ান্ত বিজয়, প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থক, শহীদ পরিবারের সংগ্রামী চেতনাকে। মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে চাই সম্মিলিত আন্তরিক প্রয়াস। সকলের আন্তরিক প্রচেষ্টায় বাস্তবায়িত হোক মুক্তিযুদ্ধের স্বপ্ন-সাধ। সমৃদ্ধির দিগন্তে এগিয়ে যাক প্রিয় মাতৃভূমি। সবাইকে বিজয় দিবসের অফুরন্ত শুভেচ্ছায় আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশন পীরগঞ্জ উপজেলা শাখা রংপুর।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest