ঢাকা ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯
শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরো চীফঃ সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও আজ ১৬ই ডিসেম্বর নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম, ছানোয়ার হোসেন এমপি ও মনোয়ারা বেগম এমপি’র নেতৃত্বে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এছাড়াও জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মাহবুব আলমের নেতৃত্বে পুলিশ বিভাগ, অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ আলীর নেতৃত্বে শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও মুক্তিযোদ্ধা-জনতা শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এরআগে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসুচীর সুচনা হয়। এছাড়াও জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের শরীরচর্চা প্রর্দশনীসহ বিভিন্ন স্থানে সরকারী-বেসরকারী ভাবে নানা কর্মসুচী পলিত হচ্ছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST