ঢাকা ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।
২য় ধাপে ঘোষিত লালপুরের গোপালপুর পৌর নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষদিনে মেয়র সহ বিভিন্ন পদে ৫৪ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছে।
লালপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০ ডিসেম্বর রবিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন সহ মোট ৫৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রোকশানা মোর্তজা লিলি, বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন কচি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছে নাটোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কৃষক শ্রমিক জনতা লীগ নেতা মন্জুরুল ইসলাম বিমল, আব্দুল হান্নান, জিল্লুর রহমান, সায়েদুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করে। জাতীয় পার্টি সহ অন্য কোন দল মনোনয়ন জমা দেয়নি।
রবিবার ২০ ডিসেম্বর বিকালে আওয়ামীলীগের বিবদমান গ্রুপিং থাকলেও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রোকশানা মোর্তজা লিলির মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় এমপি গ্রুপ ও থানা আ’লীগ গ্রুপের নেতৃত্ব স্থানীয় সবাই উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, দয়রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, থানা যুবলীগের সভাপতি ও মিজানুর রহমান মিন্টু চেয়ারম্যান, লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল, ফিরোজ আল হক ভূঁইয়া প্রমূখ।
উল্লেখ্য ২য় ধাপে ঘোষিত গোপালপুর পৌরসভা নির্বাচনে ২২ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই, ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST