হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

মোঃ লুৎফর রহমান হিলি (দিনাজপুর)প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে একদিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারফ হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল থেকে সরকারী ছুটি থাকায় দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ ছিলো। একদিন বন্ধের পর মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে যথারীতি নিয়মে বন্দরের সকল প্রকার কার্যক্রম স্বাভাবিক হয়েছে।বন্দরে ভারতীয় মালবাহী ট্রাক আনলোড হয়ে দেশী ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে। হিলি ইমিগ্রেশন পুলিশ অফিসার ইনচার্জ রফিকুজ্জামান জানায়,সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোটধার্রী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো এবং আজকেও স্বাভাবিক রয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest