ঢাকা ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাট প্রাঙ্গণে বীরগঞ্জ থানা পুলিশ ও কবিরাজহাট এলাকাবাসীর আয়োজনে মাদক মুক্ত দিনাজপুর জেলা গড়ার লক্ষ্যে ভোগনগর ইউপি চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান পান্না’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার)। তিনি তার বক্তব্যে বলেন, আমার এক বিন্দু রক্ত থাকতে মাদক নিয়ে কোন আপোষ নয় হয় আমি থাকব নতুবা মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী থাকবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কাজেম উদ্দিন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার তদন্ত ওসি মোঃ নবী হোসেন, এসআই নিমাই কুমার রায়, উপজেলার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST