ঢাকা ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯
মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ সারাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষকদের ডিজিটাল হাজিরা মেশিন চালুর অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর পৌরসভার শিমুলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা ডিভাইসের উদ্বোধন করলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। এসময় তিনি বিদ্যালয়ের কোমলমতি শিশুদের সাথে হাসিখুশি সময় কাটান। পরে তাদের মাঝে খাবার বিতরণ করেন এবং খেলাধুলায় মাতিয়ে তুলেন। তাকে কাছে পেয়ে আনন্দঘন মূহুর্ত উপভোগ করেন কচিকাচা কোমলমতি শিশুরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির, উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান প্রমূখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST