ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯
মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার জোতবানী ইউপি’র শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠ চত্তরে বিশিষ্ট সমাজসেবক মোজাহার আলীর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর- ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এ সময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার, থানার ওসি মনিরুজ্জামান, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, উপজেলা ও ইউনিয়ন আ.লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জোতবানী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, আব্দুল জব্বার, রফিক, ইসমাইল হোসেনসহ ২২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় সুধীজনদের নিয়ে বিদ্যালয়ের ক্রীড়া ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST