বরিশালে বছরের ১ম দিনে বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা উল্লাসিত ll

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

বরিশালে বছরের ১ম দিনে বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা উল্লাসিত ll

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতম উদ্যোগ বছরের প্রথম দিনে সারা বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া। প্রতি বছরের মতো এবারো করোনা মহামারীকে মাথায় রেখে সীমিত পরিসরে সারাদেশের মতো বরিশালেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই।

আজ ১লা জানুয়ারি ২০২১ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ১১১ নং সিসটারস-ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এরি মধ্যে দিয়ে উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে নতুন বছর ২০২১ সালের শুরুতে বরিশালে সর্বপ্রথম বই বিতরণ কার্ষক্রমের শুভ সুচনা করা হয়। উপজেলা শিক্ষা অফিসার বরিশাল সদর মোঃ রফিকুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোঃ আবদুল লতিফ মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর মাহবুবুর রহমান মধু, প্রধান শিক্ষক সসটা সিসটারস ডেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাহফুজা খানমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে সকাল সাড়ে ১০ টায় হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কোমল মতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল।

উক্ত কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, সভাপতি হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় আলমগীর খান আলো, প্রধান শিক্ষক হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এস, এম, ফখরুজ্জামানসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।নতুন বই পেয়ে তারা আনন্দিত উল্লাসিত। নতুন বই পেয়ে উল্লসিত কোমলমতি শিক্ষার্থীরা তাদের এই উচ্ছ্বাস জন্ম দিয়েছে নতুন এক সম্ভাবনার। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে ফেঁটে পড়েন। বছরের প্রথম দিন মৌ মৌ ঘ্রানের নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest