রাঙ্গাবালীতে জেলের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

রাঙ্গাবালীতে জেলের মর্মান্তিক মৃত্যু

মোঃমনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ট্রলারের ইঞ্জিনে পেঁচিয়ে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৪টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বুড়াগৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো.বেল্লাল মাঝি (৫০)। তার বাড়ি উত্তর চরমোন্তাজ মোল্লা গ্রামে। স্থানীয় জেলেরা বলেন, রাতে মাছ শিকারের ট্রলারের ইঞ্জিন চালু করে নদীতে রওনা হন বেল্লাল। পরে বেল্লাল পান খাবার জন্য সুপারির ছোবলা ইঞ্জিনের পাশ দিয়ে ফালানোর সময় ছিটকে ইঞ্জিনের ওপর পড়লে তার গায়ে থাকা গামছা ইঞ্জিনে পেঁচিয়ে যায়। এতে তার মাথা, বুক ও হাত ইঞ্জিনের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলি আহম্মেদ বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest