শার্শায় তেল কম দেওয়ার অভিযোগে পাঁচটি ফিলিং ষ্টেশনে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

শার্শায় তেল কম দেওয়ার অভিযোগে পাঁচটি ফিলিং ষ্টেশনে ৭০ হাজার টাকা জরিমানা

শার্শা(যশোর) প্রতিনিধিঃ শার্শায় পাঁচটি ফিলিং ষ্টেশনে তেল কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে শার্শা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম চৌধুরী ও খুলনা বিএসটি আইয়ের পরিদর্শক আব্দুর রাকিবের উপস্থিতিতে ২০১৮ সালের ওজন ও পরিমাপ আইনে নাভারণ ফিলিং ষ্টেশন, শ্যামলাগাছির শ্যামলি ফিলিং ষ্টেশন, কাগজপুকুরের তানিয়া ফিলিং ষ্টেশন, বেনাপোলের শাহাজালাল ফিলিং ষ্টেশন, তালশারির মিলন পেট্রোল পাম্প ও কাগজপুকুরের হক ফিলিং ষ্টেশনে অভিযান চালিয়ে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest