ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯
মোহাম্মদ মাহমুদুল হাসান, ঢাকাঃ ক্রিকেটে সাকিব আল হাসনকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। সবকিছু স্বাভাবিক গতিতে চললে হয়তো এখন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে কোনো একটি দলের সঙ্গে সাকিব আল হাসান থাকতেন চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে। প্রস্তুতি নিতেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরবর্তী ম্যাচের জন্য। কিন্তু এক বছরের নিষেধাজ্ঞার কারণে এবারের বিপিএলে শুধুই দর্শক সাকিব। ঘরে বসে টিভিতে দেখছেন সতীর্থদের ক্রিকেট উৎসব। কিন্তু এমনি কি আর বসে থাকা যায়। তাইতো পরিবার নিয়ে এখন নিষেধাজ্ঞার সময় কাটাতে ব্যস্ত বাংলাদেশি এই পোস্টার বয়। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে করে স্ত্রী-কন্যাকে নিয়ে আরব- আমিরাতের উদ্দেশ্যে বিমানে চড়ে বসেন সাকিব। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের ৪৮তম বার্ষিকীতে মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদকে পরম শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছেন সাকিব।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST