কুড়িগ্রামে চাকুরি স্থায়ীকরণের দাবীতে নসকার মিটার রিডারদের কর্মবিরতি l

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

কুড়িগ্রামে চাকুরি স্থায়ীকরণের দাবীতে নসকার মিটার রিডারদের কর্মবিরতি l

সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম প্রতিনিধি : ২৫.০১.২০২১
চাকুরি স্থায়ীকরণের দাবীতে নদার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নসকা) পিচরেট মিটার রিডাররা রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলায় কর্মবিরতি শুরু করেছে।

দাবী বাস্তবায়নের লক্ষ্যে সোমবার দুপুরে কুড়িগ্রাম নসকা কাযার্লয়ের সামনে পিচরেট কর্মচারি ঐক্য পরিষদের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লেনিন, লালমনিরহাট জেলা শাখার সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে মিটার রিডিং নেয়া ও বিল বিতরণ করে রাজস্ব আদায় সহায়তা করছেন। কিন্তু চাকুরি স্থায়ীকরণ না হওয়ায় তারা অনিশ্চিয়তায় পরেছেন। তাই স্থায়ীকরনের দাবীত গত অক্টোবর নসকার প্রধান কাযার্লয়ের সামনে অবস্থন কর্মসূচি চলাকালে প্রতিষ্ঠানের এমডি দাবী মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন।


কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। এতে বন্ধ হয়ে গেছে মিটার রিডিং ও বিল বিতরণ কার্যক্রম।
অবিলম্বে নসকা কর্তৃপক্ষকে দাবী মেনে নেয়ার আহবান জানান তারা।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest