সখিপুরে চুরি যাওয়া ৮টি গরু উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯

সখিপুরে চুরি যাওয়া ৮টি গরু উদ্ধার করেছে পুলিশ

শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরোঃ টাঙ্গাইলের সখিপুরে চুরি যাওয়া ৮টি গরু উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ। বুধবার সকালে টাঙ্গাইল সদর থানার কাজিপুর এলাকা থেকে গরু গুলো উদ্ধার করা হয়। এর আগে গত রবিবার সখিপুর পৌরসভার মাজারপাড় এলাকা থেকে গরু চুরির সময় মামুন (৩৫) ও আবিদ হাসান হৃদয় (২৭) নামের দুই যুবককে আটক করে বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করে বিক্ষুদ্ধ জনতা। তাদের দুইদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেই চুরি করে রাখা গরুর আস্তানা থেকে ৮টি গরু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃত রিমান্ডে আসা মামুন টাঙ্গাইল সদর থানার তারটিয়া উত্তরপাড়া এলাকার ইদ্রিস আলী উরফে ইলুর ছেলে এবং আবিদ হাসান হৃদয় একই থানার বেপারী পাড়ার মিন্টু মিয়ার ছেলে। পুলিশের তথ্যসূত্রে জানা যায়, উপজেলার দিঘীরচালা ও কাদের নগর এলাকা থেকে এক দেড় মাসের ব্যবধানে কয়েকটি গরু চুরি হয়। এ ঘটনায় সখিপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। গত রবিবার পৌরসভার মাজারপাড় এলাকা একটি গরু চুরির সময় দুই গরু চোরকে বেধড়ক পিটিয়ে পুলিশে দেয় বিক্ষুব্ধ জনতা। এসময় তাদের সাথে থাকা অপর গরু চোর পালিয়ে যায়। এদেরকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে দুইদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ৮টি গরু উদ্ধার করে সখিপুর থানা পুলিশ। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আমির হোসেন বলেন, ৮টি গরু উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে আসার পর দুটি গরুর মালিক সনাক্ত করা হয়েছে। অন্য গরু গুলোর মালিকদের তথ্য প্রমানের ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest