ঢাকা ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯
কামরুজ্জামান বাঁধন,মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধিঃ মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্যোগ মন্ত্রনালয় থেকে দুস্থ,অসহায় ও শীতার্তদের জন্য প্রাপ্ত কম্বল আবাসন প্রকল্পে বসবাসরত অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে বিতরন করা হয়েছে। বুধবার রাত ৮টায় উপজেলার কপালভেড়া আবাসন প্রকল্পে বসবাসরত ৭০টি অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন। কম্বল বিতরনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্য্যালয়ের কার্য-সহকারী মোঃ জহিরুল ইসলাম ও সাংবাদিক কামরুজ্জামান বাঁধন প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, দূর্যোগ মন্ত্রনালয় থেকে দুস্থদের জন্য প্রাপ্ত কম্বল প্রাপ্যতার ভিত্তিতে দুস্থদের মাঝে বিতরনের জন্য উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিকট ১ হাজার ৯০০টি কম্বল হস্তান্তর করা হয়েছে এবং অবশিষ্ট কম্বলগুলো পর্যায়ক্রমে দুস্থদের মাঝে বিতরন করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST