দিনাজপুরের খানসামায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত l

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১

দিনাজপুরের খানসামায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত l

চৌধুরী নুপুর নাহার তাজ
বিশেষ প্রতিনিধি

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার টংগুয়া মাঠে ভেড়ভেড়ী ইউনিয়ন বিট পুলিশিং-এর আয়োজনে সভাটি হয়।

ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকারের সভাপতিত্বে ও এসআই ফরহাদ ইবনের সঞ্চালনায় বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

এসময় আরো বক্তব্য রাখেন ওসি শেখ কামাল হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) মমিনুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান সুজাউল হক ও শাহনেওয়াজ টেংকু, ইউপি সদস্য ফজলে রাব্বী রানা ও মোজাহারুল ইসলাম বাবুল, টংগুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অজিত কুমার রায়, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মোস্তাওফিক আহমেদ শামীম।

এসময় আরো উপস্থিত ছিলেন ভেড়ভেড়ী ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই আবুল কালাম আজাদ, ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, থানা পুলিশ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও প্রায় চার শতাধিক নারী-পুরুষ ও যুবক।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest