ছলনাময়ী-মোঃইলিয়াছ সানি

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১

ছলনাময়ী-মোঃইলিয়াছ সানি

ছলনাময়ী
মোঃইলিয়াছ সানি

আমি না বুঝে বার বার ভুল করে,
তোর প্রেমের কাছে নিজেকে দিয়ে ছিলাম বির্সজন;
আমি বহু বার চেষ্টা করেছি
তোর থেকে দূরে দূরে থাকতে
কিন্তু পারিনি,
তোর সর্ব অঙ্গ,নেশাময় চোখ
আমায় ডেকেছে আমি না বুঝেই
চুষে নিয়েছি তৃপ্ত প্রেমও মধুরস।
তখনো বুঝিনি তোর ছলনায়,
নিপুণ অভিনয়ে মুগ্ধ করবে এ অন্তর
ভাসাবে আখিঁ জলে।
তুই ভালবাসার নামে মিথ্যে ছলনায়,
ভেঙে দেছ সহজ সরল মানুষ গুলোর হৃদয়।
আমি এখন বিষাক্ত সাপকে বিশ্বাস করে গলার
মালা করতে পারি
কিন্তু তোর মতো ছলনাময়ীকে নয়।
তুই আমার বিশ্বাস করেছত নষ্ট!
দিনে দিনে দিয়ে গেছত শুধু কষ্ট আর কষ্ট।
স্বার্থ লোভী নারী তুই,
নিজের স্বার্থ নিয়ে থাকছ,
তুই ভালবাসার নামে করছ অভিনয়?
পুরুষের জীবন ধ্বংসের এক মাত্র নারী,
তোর মতো ছলনাময়ী।
তুই পারছ,ভালবাসার স্পর্শে রাঙাতে মন।
তুই পারছ,প্রেমের প্লাবনে
অভিনয়ে নষ্ট করতে,পুরুষের জীবন।
তোর প্রয়োজনে তুই পারবি,
দেহের মঞ্চ খুলে,প্রয়োজন মেটাতে।
তুই যে বহুরূপে রূপবতী,
তোর প্রেমে বিশ্ব শান্ত
প্রেমিকের মন আজ অশান্ত।
তোর রূপের নেই কোনো সীমারেখা,
আমি নিত্যদিন অপলক নয়নে দেখেছি তোর রূপ ;
মুক্তঝরা হাসি হাসতে দেখি
মুহূর্তেই দেখি নয়ন জলে ভাসতে,
কখনো দেখি প্রতিহিংসায়
ধ্বংসের খেলায় মাততে;
আমি অনেক শিখেছি শুধু তোরে দেখে,
তুই পারছ না,এমন কি আছে এ ভূবনে?
তুই পারছ, হ্যাঁ তুই পরছ
নিজ প্রয়োজনে তুই সব’ই পারছ।
অন্যের ভাতাকেও তুই নিজের প্রেমিক করে নিতে পারছ!
তুই পারছ,হ্যাঁ তুই পারছ,
স্বার্থে জন্য তুই অন্যের ঘর ভেঙে দিতেও পারছ,
তুই পারছ,হ্যাঁ তুই পারছ!
স্বার্থের জন্য তুই সবই পারছ,
তুই বার বার ভুল করেই অন্যের ভাতার প্রেমেই পরছ।
এটা তোর ভুল নয় এইটাই তোর লোভ।


মুজিব বর্ষ

Pin It on Pinterest