বেনাপোল চেকপোস্ট কাস্টমসে ভারতীয় ৩৮ মোবাইল ফোন জব্দ

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

বেনাপোল চেকপোস্ট কাস্টমসে ভারতীয় ৩৮ মোবাইল ফোন জব্দ

শার্শা(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে ভারতীয় ৩৮টি মোবাইল সেট জব্দ করেছে কাস্টমস সদস্যরা। শনিবার (২১ ডিসেম্বর) সকালে ভারত ফেরত চার পাসপোর্ট যাত্রীর শরীর তল্লাশি করে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়। বেনাপোল কাস্টমস চেকপোস্টের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল চেকপোস্টে কাস্টমস সদস্যরা নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সন্দেহভাজন চার যাত্রী কাস্টমসে প্রবেশ করলে তাদের শরীর তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৮ টি উন্নতমানের মোবাইল ফোন পাওয়া যায়। জব্দকৃত মোবাইল ফোন বেনাপোল কাস্টমস হাউসে জমা করা হবে বলেও জানান তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest