ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১
সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম প্রতিনিধি :
গত বছরের নভেম্বরের ১৫ তারিখে সংসারের একমাত্র উপার্জনক্ষম পিতা কুড়িগ্রামের সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সদা হাস্যজ্বল নিলু নন্দীকে হারিয়ে পথে বসেছিল ৩ মেয়ে সহ মা নীলা রাণী নন্দী।
এমতাবস্থায় সবুজ পাড়া কুড়িগ্রামে স্বর্গীয় নিলু নন্দীর রেখে যাওয়া ভাড়ায় পরিচালিত ছোট্ট মুদি দোকানটির পরিচালনার ভার গ্রহন করেন বড় মেয়ে বন্যা নন্দী। পিতার মৃত্যুর পর স্বাধীনচেতা এই মেয়েটি সংসার পরিচালনার ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলো। কারো কাছে হাত না পেতে বাস্তবতাকে মেনে নিয়ে বাবার রেখে যাওয়া সেই ছোট্টো মুদি দোকানটি চালিয়ে আসছিলো । সামান্য আয় দিয়ে ছোট ২ বোন ও মাকে নিয়ে কোনমতে দিনাতিপাত করছিল। কিন্তু বিধিবাাম ! গত ১২ মার্চ শুক্রবার রাত ৮ টার দিকে একটি দূরপাল্লার দিবা-নৈশ কোচের ধাক্কায় মারাত্মক আহত হয়ে রাস্তায় জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে থাকেন মৌটুসী । পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারল হাসপাতালে নিয়ে যায়
পথচারীরা । সেখানে মৌটুসীর অবস্থার
অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা । বর্তমানে মৌটুসী রংপুর মেডিকেল কলেজের আই.সি.ইউ তে চিকিৎসাধীন।
চিকিৎসকের বরাত দিয়ে মৌটুসীর
পারিবারিক সুত্রে জানায় , বর্তমানে তার
দুটি পা- ই ক্ষতিগ্রস্ত , কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে এবং মাথায় রক্তক্ষরণ হয়ে ইনসেন্টিভ কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে । দ্রুত অপারেশন না করলে মৌটুসীকে বাঁচানো যাবেনা । অপারেশন এর জন্য প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার প্রয়োজন। ইতোমধ্যে ধারদেনা করে লক্ষাধিক টাকা খরচ হয়েছে।
এমতাবস্থায় মেয়েটির চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে মেয়েটির পাশে দাড়ানোর জন্য হৃদয়বান ব্যক্তিদের অনুরোধ জানিয়েছেন মৌটুসীর মা।
সহযোগিতা পাঠানোর ঠিকানা :
আশিষ কুমার নন্দী ( জেঠাত ভাই)
বিকাশ : ০১৭১৯৭৮৮২৪৩
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST